পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সানোয়ার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পুলিশের দাবি, গুলিবিদ্ধ সানোয়ার একজন ডাকাত সর্দার এবং তার বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে। গুরুতর অবস্থায় সানোয়ারকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “গতরাত দেড়টার দিকে পাঁচবিবির জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলীতে গাছের গুঁড়ি ফেলে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ শটগানের ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে ডাকাতরা পালিয়ে গেলেও তাদের সর্দার সানোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ হাসুয়া, চাকু, লাঠি, রড ইত্যাদি দেশীয় অস্ত্র উদ্ধার করে।” ওসি আরো বলেন, “ঘটনার পর আহত সানোয়ারকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মেছের আলীর ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবিসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, অগ্নিসংযোগসহ মোট ১৮টি মামলা রয়েছে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *