ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবের বিপক্ষে বড় জয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের (ডিপিএল) শিরোপা জয়ের আশা ধরে রেখেছে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবও। সুপার সিক্সের চতুর্থ রাউন্ডের ম্যাচটি ৯১ রানে জিতেছে ধলেশ্বর। ফলে আবাহনী লিমিটেড ও রূপগঞ্জের মতো শিরোপা আশা বেঁচে আছে ধলেশ্বরও।
এই জয়ে ১৪ খেলা শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ধলেশ্বর। ১৪ খেলায় ২০ পয়েন্ট আবাহনীর এবং ১৫ খেলায় ২০ পয়েন্ট রয়েছে রূপগঞ্জের। আবাহনীর মত সুপার সিক্সে এখনো ২টি খেলা বাকি আছে দোলেশ্বরের। তাই শিরোপার স্বপ্ন দেখছে তারাও।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান করে প্রাইম তোলেশ্বর। ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন রাকিবুল হাসান। ১০টি চারের সহায়তায় ৯৬ বলে ১০০ রান করেন তিনি। এছাড়া দলের পক্ষে নাসির হোসেন মারমুখী ৪২ বলে ৭৪ রান করেন। তার ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়া ভারতীয় ব্যাটসম্যান শচীন বেবির ব্যাট থেকে আসে ৬৪ রান। ভিক্টোরিয়ার কামরুল ইসলাম রাব্বি ও মারজান ভুইঁয়া ২টি করে উইকেট নেন।
জবাবে শুরু থেকে লড়াইটা ভালোভাবে করছিলো ভিক্টোরিয়া। কারণ উপরের সারির প্রথম তিন ব্যাটসম্যানই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা কেউই বড় ইনিংস খেলতে না পারায় ম্যাচ হারের স্বাদ নেয় ভিক্টোরিয়া। তিন নম্বরে নামা মোমিনুল হক সর্বোচ্চ ৬১ রান করেন। আর দুই ওপেনার জুবায়ের আহমেদ ৫৬ ও আব্দুল মাজিদ ৫০ রান করেন। ধলেশ্বরের সানজামুল ইসলাম ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ধলেশ্বরের রাকিবুল।
Read More News