তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে শিগগিরই বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
তিনি জানান, তিস্তা চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনায় বসবে। এরপর শিগগির চুক্তিটি সেরে ফেলা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, আগামী জুলাই মাসে ভারতের পার্লামেন্ট ‘লোকসভার’ বাদল অধিবেশন বসবে। এ উপলক্ষে মমতা দিল্লি যাবেন।
তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে বৈঠক হওয়ার কথা রয়েছে তাতে তিস্তা চুক্তির বিষয়টিও থাকছে।এরপরই বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি করবে ভারত।
Read More News
রোববার দিল্লিতে সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাব দেয়ার সময় তিস্তা চুক্তি নিয়ে কথা বলেন সুষমা স্বরাজ।
তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ভারতে অভ্যন্তরীণ সমঝোতা হয়নি বলেই এতদিন চুক্তিটি হয়নি।
পশ্চিমবঙ্গে নির্বাচন থাকায় দীর্ঘদিন মমতার সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে কথা বলা যায়নি। সেই ব্যস্ততা শেষ ফের কথা শুরু হচ্ছে বলে জানান সুষমা।
তিনি বলেন,ভোটে জয়লাভ করে দ্বিতীয় বার ক্ষমতায় এসেছেন মমতা। তিনি নিজেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান।
এ সময় সুষমা উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার সম্পর্কও খুব ভাল। নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি হাসিনাকে নিমন্ত্রণ করেছিলেন।