প্রায় ছয় মাস পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন গতিদানব রুবেল হোসেন। পুনর্বাসন প্রক্রিয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডানহাতি পেসারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছিল বিসিবি। রোববার বিসিবির ১৪তম বোর্ড সভায় রুবেলকে পুনরায় চুক্তিতে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি রুবেলের কেন্দ্রীয় চুক্তিতে ফেরার খবরটি নিশ্চিত করেছে। এদিনের বোর্ড সভাতে তার পুনর্বহালের অনুমোদন দিয়েছে বিসিবি। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির এক সভা শেষে সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, নতুন কেন্দ্রীয় চুক্তিতে আপাতত রাখা হয়নি রুবেলকে। কারণ হিসেবে তিনি বলেন, রুবেল তার চোট পুনর্বাসনের নির্দেশনা ঠিকমতো অনুসরণ না করায় তখন তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বোর্ড। এরআগে, বিসিবি একাডেমির কোচ স্টুয়ার্ট কারপিনেন ই-মেইলে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে রুবেলের অনিয়মের বিষয়টি অবগত করেন। ই-মেইলে তিনি জানান, রুবেল পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ম অনুসরণ করেননি। এরপর হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে বিষয়টি জানালে রুবেলকে চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। পরবর্তীতে রুবেলকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল। বিসিবির চুক্তি অনুযায়ী ‘এ’শ্রেণিভুক্ত ক্রিকেটারদের মাসিক বেতন দেড় লাখ টাকা। এ হিসাবে ছয় মাসে নয় লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছেন দ্রুত গতির বোলার রুবেল হোসেন। এমনকি ইনজুরির কারণে গত বছরের জুলাইয়ের পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ডানহাতি এ পেসার। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবার চোটে পড়েন রুবেল। যদিও ইনজুরি কাটিয়ে বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেন তিনি। তবে আবার ইনজুরিতে পড়ায় ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরেই ছিলেন ডানহাতি পেসার রুবেল। এসব কারণে খেলা হয়ে ওঠেনি ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও। তবে ইনজুরি কাটিয়ে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন রুবেল। এই আসরে প্রাইম ব্যাংকের হয়ে দারুণ বোলিং করছেন ডানহাতি এই পেসার।
Read More News