রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শতাধিক পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ প্যাগোডার পাশে খাল থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচলক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।
তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১০৮টি চাইনিজ পিস্তল, ২৫৫টি ম্যাগাজিন, এক হাজার রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট রয়েছে।
Read Our Latest News
জানা গেছে, তুরাগ থানার তথ্যের ভিত্তিতে শনিবার বেলা দুইটায় এই অভিযান শুরু হয়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) হাফিজুর রহমান বলেন, “যে ম্যাগাজিনগুলো পাওয়া গেছে তার মধ্যে ২২০টি এসএমজির; পিস্তলগুলো সেভেন পয়েন্ট সিক্স বোরের গ্লোক পিস্তল। ফায়ার সর্ভিসের সঙ্গে স্থানীয় থানা পুলিশও অভিযানে রয়েছে।
Read More News