রাজধানীর খিলগাঁওয়ের গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম শরিফ (৩৬)। তিনি লেখক অভিজিৎ রায় হত্যা মামলার প্রধান আসামি এবং জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের (এটিবি) সদস্য।
শনিবার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশ পট্টি এলাকায় ডিবির রমনা জোনাল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
Read More News
দিবাগত রাতে খিলগাঁও থানার মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় মোটরসাইকেলের আরোহী তিন যুবক পুলিশের তল্লাশিচৌকি পার হচ্ছিল। এ সময় পুলিশ সিগন্যাল দিলে তারা মোটরসাইকেল না থামিয়ে গতি বাড়িয়ে দেন। পরে যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ওই সময় ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হন। পরে অপর দুজন মোটরসাইকেল রেখে পালিয়ে যান।
ডিবির পরিদর্শক আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।