প্রকাশিত হলো সানি লিওনের হাগ মি গানের টিজ়ার। প্রথমে রাগিনি MMS 2-তে বেবি ডল গানের সঙ্গে কোমর দুলিয়ে মন জয় করে নিয়ে ছিলেন দর্শকের। এবার হাগ মি গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে দেখা যাবে সানিকে। সবচেয়ে বড় কথা হলো বেবি ডলের সিংগার কনিকা কাপুরই হাগ মি গানটি গেয়েছেন। এমনকী, এই গানে সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউড অভিনেতা রাজনেশ দুগাল এবং সানির স্বামী ডেনিয়ল ওয়েবার। সানির আপকামিং ছবি বেইমান লাভ-এ এই গানটি দেখতে পাওয়া যাবে। বেইমানিতে ভরা প্রেমের থ্রিলার গল্প নিয়ে বানানো হয়েছে এই ছবি। তবে ছবি যেমন খুশি হোক না কেন, কনিকার গলায় সানি যে আবার সিলভার স্ক্রিন মাতাতে পারবেন তা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। কারণ গানের টিজ়ার রিলিজ় করার পর ইউ টিউবে দর্শক সংখ্যা ছাড়িয়েছে প্রায় এক লাখ।
Read More News