নোয়াখালীতে সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে আসিফ উদ্দিন শান্ত (২১) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত হয় আরো তিনজন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বটগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত বটগ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

নিহতের মামা হাবীবুর রহমান জানান, রাত ১টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও তার সঙ্গীরা ঘরের ভেতরে ঢুকে ভাগিনা শান্তকে গুলি করে। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে আরো তিনজন আহত হয়। পরে স্থানীয়দের ধাওয়াতে তারা পালিয়ে যায়। শান্তকে আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
Read More News

সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *