ঢালিউড নায়িকা মারজান জেনিফার ওজন কমাতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার হঠাৎ শারীরিকভাবে দূর্বল হয়ে পড়লে জেনিফারকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা নেওয়ার পর তিনি ভালো আছেন।
Read More News
জানা গেছে, চিত্রনায়িকা মারজান জেনিফার ‘মুসাফির ২’ সিনেমার জন্য ডায়েট শুরু করেছিলেন। এ জন্য এমন ডায়েট করলেন যে, পৌঁছে গেলেন হাসপাতালের বিছানায়। তবে ইতোমধ্যে ৫ কেজি ওজন কমেছে তার।
আশিকুর রহমান পরিচালিত মুসাফির সিনেমায় আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে বড়পর্দায় হাজির হন জেনিফার। সিনেমাটির সাফল্যের পর এই নির্মাতা এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘মুসাফির ২’।