বেতন ভাতা নিয়ে হানিফ এন্টারপ্রাইজের মালিকের সঙ্গে তার শ্রমিক-কর্মচারীদের দ্বন্দ্বের জের ধরে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা গাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
এর আগেই আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকার পরিবহন মালিকরা বৃহত্তর দিনাজপুরের তিন জেলার সঙ্গে সব ধরনের দূরপাল্লার কোচ চলাচল বন্ধ করে দেয়।
Read More News
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সঙ্গে রাজধানী ঢাকার সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা। মোটরপরিবহন শ্রমিক ও মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে তারা। এতে চরম দুর্ভোগে পড়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের যাত্রীরা।