রাজধানীর গেন্ডারিয়ায় নামাপাড়া মসজিদের পাশে পুলিশের গুলিতে ৩ সন্দেহভাজন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় গেন্ডারিয়া থানার ওসিও আহত হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে। গুলিবিদ্ধ তিনজন হলেন সজিব (২০), স্বপন (২০) এবং মিলন (২৮)। সজিব ও স্বপনের ডান পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। মিলনের দুই পায়েই গুলি লেগেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, আহত গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ সূত্র বলছে, ডাকাতদের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশ জামপাড়া এলাকায় পৌঁছালে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ হয়। আহত হন গেন্ডারিয়া থানার ওসিও। পরে গুলিবিদ্ধ তিন সন্দেহভাজন ডাকাতকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
Read More News