সাভারে খাদেমুল (১৪) নামের এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যা করার পর তার অটোরিকশাটি ছিনতাই করেছে তারা।
শনিবার দিবাগত গভীর রাতে হেমায়েতপুর আলম নগর সুগন্ধা হাউজিং বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোর টাঙ্গাইল জেলার নাগরপুর থানার লঘুদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। সে বলিয়ারপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান, শনিবার দিবাগত রাতে সাভারের বলিয়ারপুর হাঙ্গাইলমোড় থেকে হেমায়েতপুরে আসার জন্য ওই কিশোরের অটোরিকশা ভাড়া নেন যাত্রীবেশী দুর্বৃত্তরা। পরে ওই কিশোরকে আলম নগর সুগন্দা হাউজিং বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ও তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।
Read More News
আজ রবিবার সকালে স্থানীয়রা ওই কিশোরের লাশ বালুর মাঠে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Sildenafilgenerictab News Bangla News Paper