গত বুধবার দুর্বৃত্তদের হামলায় আহত হন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সাঈদুর রহমান বাসু (৪৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বহস্পতিবার তার মৃত্যু হয়। গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস হোসেন জানান, সাঈদুর রহমান বাসুর হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মঘটের ডাক না আসলেও শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।“শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।“বিকাল ৩টা থেকে শুধু দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে। এছাড়া গোপালগঞ্জের উপর দিয়ে সব জেলার বাসও চলাচল করছে।” শুক্রবার দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসে বাসুর মরদেহ আনা হয়। সেখানে শ্রমিকসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ।
Read More News