আসছে ঈদ উপলক্ষে একাধিক ঈদ ধারাবাহিক, একক নাটক এবং টেলিছবিতে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তরুণ প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আসছে ঈদের জন্য প্রথমেই তিনি ঈদ ধারাবাহিক নাটক ‘লাভ অ্যান্ড কোং’-এর কাজ দিয়ে শুরু হয় তার ঈদের কাজ। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা ও মিশু সাব্বির। মাহফুজ আহমেদেরই প্রযোজনায় তিনি আরো দুটি নাটকে অভিনয় করবেন সাবিলা নূর। গত ৯ জুন থেকে তিনি প্রথমবারের মতো হৃদয় খানের সাথে অভিনয় করছেন তন্ময় তানসেনের নির্দেশনায় রফিকুল ইসলাম পল্টুর রচনায় চ্যানেল নাইনের জন্য নির্মীয়মাণ টেলিছবি ‘ক্ষরণ’। এতে সাবিলা নূর অভিনয় করার সুযোগ পেয়েছেন তারিনের সাথেও। এরই মধ্যে সাবিলা নূর শেষ করেছেন ইফখোর আহমেদের ‘পলায়ন বিদ্যা’ (বিপরীতে জোভান), হিমেল আশরাফের ‘জোনাকীর আলো’(বিপরীতে জোভান), ‘মিস্টার পাষাণ ইজ ব্যাক’(বিপরীতে সালাহ উদ্দিন লাভলু) ও ময়ূখ বারীর ‘হ্যালমেট’(বিপরীতে নিলয়)। প্রতিটিতে সাবিলা নূরকে নতুন নতুন গেটআপে দেখা যাবে বলে জানালেন সাবিলা নূর। সাবিলা নূর বলেন, ‘এবারের ঈদে আমার প্রতিটি কাজ নিয়ে আমি দারুণ আশাবাদী। কারণ প্রত্যেকটি গল্পে যেমন নতুনত্ব আছে ঠিক তেমনি আমার চরিত্রগুলোতেও দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। তাই আমি একটু বেশিই আশাবাদী এবারের ঈদের কাজগুলো নিয়ে। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার অভিনীত কাজগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য।
Read More News