পানামার জালে গোল উৎসব করে কোপা আমেরিকার শতবর্ষী আসরে শেষ আট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার সকালে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলে পানামাকে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন ইনজুরিতে ভোগা মেসি আঁধা ঘণ্টা খেলে হ্যাটট্রিক করেন। সাহায্য করেন আরেকটি গোল করতে।
প্রথম ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে মেসি খেলবেন এমন কথা শোনা গেলেও সন্দিহান ছিলেন কোচ। তাই প্রথম এক ঘণ্টা মাঠের বাইরেই থাকতে হয় ক্ষুদে ম্যারাডোনাকে। এই একঘণ্টা বেশ দাপিয়ে বেড়ায় পানামার খেলোয়াড়রা। ৬১ মিনিটে মেসি মাঠে নেমে আঁধা ঘণ্টায় গুড়িয়ে দেন প্রতিপক্ষের রক্ষণভাগ।
Read More News
এদিন খেলা শুরুর ৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে নেন ওতামেন্দি। এরপর এক ঘণ্টায় দর্শকরা আর কোন গোল দেখার সুযোগ পায়নি। ৩০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে গুডয়ের বিদায়ে ১০ জনের দলে পরিণত হয় পানামা। তবে একজন কম খেলোয়াড় নিয়েই শক্ত রক্ষণভাগ গড়ে তোলে পানামা। ১-০ গোল নিয়েই বিরতির বাঁশি বেজে ওঠে। দ্বিতীয়ার্ধের খেলার শুরুর পরও মেসির অনুপস্থিতি আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করে। ৬১ মিনিটে গিয়ে অগাস্তো ফার্নান্দেজকে তুলে মেসিকে মাঠে নামান কোচ। একইসঙ্গে গা বাঁচিয়ে খেলার পরামর্শটিও বোধহয় নিচুস্বরে দিয়ে দেন। তবে মেসি নিজের মতোই খেলতে শুরু করেন।
মাঠে নেমে ৭ মিনিটের মাথায় ম্যাচের ৬৮ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন মেসি। ১০ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন। ফের নয় মিনিটের মাথায় করেন তৃতীয় গোল। মেসি তাণ্ডবে চোখে যেন সর্ষে ফুল দেখতে শুরু করে পানামার খেলোয়াড়রা। ৪-০ গোলেই শেষ হচ্ছিল ম্যাচটি। কিন্তু শেষ মিনিটে গিয়ে মেসির লম্বা পাসে পানামার জালে পঞ্চমবারের মতো বল পাঠায় আগুয়েরো। দুই মিনিট ইনজুরি সময়ে পানামা ব্যবধান কিছুটা কমাতে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ফলাফল আর্জেন্টিনা ৫-০ পানামা।