এবার আকাশে উড়বে গাড়ি! স্বপ্ন নয়, এতোমধ্যে এমন গাড়ি তৈরি হয়ে গেছে। এখন চলছে পরীক্ষা-নিরীক্ষার কাজ। উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার) নির্মাণে গবেষণারত দুটি স্টার্ট-আপসে বিনিয়োগ করেছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ। এর মধ্যে জি এয়ারো নামর একটিতে তিনি ইতিমধ্যে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। আমেরিকার ব্যবসাবিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একাধিক সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। ক্যালিফোর্নিয়ার হোলিস্টার বিমানবন্দরে আসা-যাওয়ার মাঝে জি এয়ারোর একটি উড়ন্ত গাড়ি চোখে পড়েছে যাত্রীদের। সেটা দেখতে ঠিক বড়সড় একটা ড্রোনের মতো! আসনসংখ্যাও মাত্র এক! আরেকটি স্টার্ট-আপস কিটি হক, তাদের উড়ন্ত গাড়ির মডেলটাও অনেকটা জি এয়ারোর গাড়ির মতোই! তবে এরা এখনো কোনো গাড়ি প্রস্তুত করতে পারেনি। প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আপাতত গাড়ির মডেল নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করছে সংস্থাটি।
Read More News