ইসরায়েলের তেল-আবিব শহরের উন্মুক্ত এক মার্কেটে অস্ত্রধারীদের হামলায় ৪ জন নিহত ও ৬ জনকে আহত হয়েছেন। বিবিসি তার প্রতিবেদনে ইসরাইলি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, ফিলিস্তিনি দুই বন্দুকধারী এ হামলা চালায়।
বিবিসি জানায়, তেল-আবিবের স্যারোনা শহরে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সদর দফতরের নিকটবর্তী অবস্থানে থাকা মার্কেটের দুটি এলাকায় হঠাৎ করে অস্ত্রধারীরা গুলি শুরু করেন। ইসরাইলের পুলিশ জানায়, এই বন্দুকধারীরা পশ্চিম তীরে থাকা হেরনের এক ফিলিস্তিনি গ্রাম থেকে এসেছিল। তাদের উভয়কে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন গুলিতে আহত হওয়ায় তার সার্জারি চলছে।
Read More News
উল্লেখ্য, গত বছর থেকে ইসরাইলে ফিলিস্তিনিদের হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ সময় আত্মঘাতী বোমা হামলা, গাড়ি বোমা হামলা, ছুড়িকাঘাত সহ আরো বেশ কয়েকভাবে হামলা চালানো হয়েছে। কিন্তু গত কয়েক মাসে এ হামলার পরিমাণ কমে গিয়েছিল। বিবিসি।