বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জামে মসজিদে তারাবী নামাজ চলাকালে মসজিদের ছাদের ওপর একাধিক ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে গাবতলী উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
জানা যায়, গাবতলী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জামে মসজিদে প্রতি দিনের মত বুধবার রাতেও মুসল্লিরা তারাবীহ নামাজ আদায় করছিলেন। রাত পৌনে ১০টার দিকে কে বা কারা মসজিদের ছাদের ওপর কয়েকটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মুয়াজ্জিন মসজিদে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
Read More News
মুসল্লিরা জানান, উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব ছাড়াও অসংখ্য গণ্যমান্য ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা উপজেলা পরিষদ জামে মসজিদে নামাজ আদায় করেন। কিছু সংখ্যক মুসল্লি আট রাকাত নামাজ আদায় করে চলে গেলে বাকিরা মসজিদে ২০ রাকাত নামাজ আদায় করছিলেন। নামাজের শেষ রাকাতের সময় হঠাৎ করে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গত কয়েকদিন ধরে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেই জের ধরে আতংক ছড়ানোর উদ্দেশে মসজিদ সংলগ্ন বিআরডিবি অফিসের পার্শ্বে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।