বার্সেলোনাকে প্রথম ট্রেবল জেতান দলটিকে অদম্য করে তোলা কোচ পেপ গুয়ার্দিওলা। প্রথম ক্লাব হিসেবে গত মৌসুমে তারা দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতে লুইস এনরিকের অধীনে। তবে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ভালদানো মনে করেন, বার্সেলোনার দারুণ এই সাফল্যের মূলে আছেন মেসি।
বার্সার বর্তমান দলটাকে কিভাবে বোঝানো যায় প্রশ্ন করলে স্পেনের ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে ভালদানো বলেন, “শুধু একটা নামই আছে- মেসি।”রিয়াল মাদ্রিদে আলফ্রেদো দি স্তেফানো যেমন ছিলেন, বার্সেলোনায় মেসি তেমন বলে মনে করেন ভালদানো।
পাঁচবারের বর্ষসেরা ২৮ বছর বয়সী মেসি বার্সেলোনার হয়ে সব মিলিয়ে ২৬টি শিরোপা জেতেন।
Read More News