গত বছর একটি পার্টিতে কথাকাটাকাটির জেরে আমির খান ও সালমান খানের মধ্যকার বন্ধুত্বে ফাটল ধরে। এখন আবার সালমানের ‘সুলতান’ ও আমিরের ‘দঙ্গল’ ছবি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। কেননা, দুই ছবির কাহিনী একই বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সেটি হলো-মুষ্টিযুদ্ধ।
যেখানে ‘সুলতান’ ছবিটি চলতি বছরের ঈদে মুক্তি পাবে, সেখানে ‘দঙ্গল’ ছবিটি ক্রিসমাসে মুক্তি দেয়ার কথা ছিল। ‘সুলতান’ ছবির ট্রেইলর সম্প্রতি মুক্তি পেয়েছে। আর এটি দেখে নাকি ক্ষিপ্ত হয়েছেন আমির। তিনি নাকি আদিত্য চোপড়াকে বেশ কয়েকবার ফোনও করেছিলেন। আমিরের ধারণা, তার ছবির মুক্তিকে উদ্দেশ্য করে ‘সুলতান’ ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছে।
আমির মনে করছেন ‘সুলতান’ ছবি মুক্তির মাত্র ছয় মাস পর তার ছবি মুক্তি দিলে সেটি ক্ষতিকর হবে। এজন্য ছবি মুক্তির দিন পেছানোর পরিকল্পনা করছেন আমির।
Read More News
এখন আমিরের ‘দঙ্গল’ নাকি ২০১৭ সালে মুক্তি পাবে। দেখা যাক আমিরের কাছ থেকে এই বিষয়ে আদৌ কোনো বক্তব্য আসে কিনা! খবর: ডিএনএ।
Sildenafilgenerictab News Bangla News Paper