স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন থেকে এক মোটরসাইকেলে যাতে তিনজন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, এখন থেকে মোটরসাইকেলে তিনজন চলা যাবে না। তিন জন চললে বাধা দেয়া হবে, লাইসেন্স চেক করা হবে।
তিনি বলেন, এসপিপত্নী মিতু হত্যার ব্যবহৃত মোটরসাইকেলটি এর মধ্যেই আমরা উদ্ধার করত সক্ষম হয়েছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা এই ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে। পুলিশ কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি আমরা দেখব।
Read More News
রবিবার সকালে ওআর নিজাম রোডের বাসা থেকে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।