আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে দাওয়াত কার্ড পৌঁছে দেন বিএনপির চার সদস্যর একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ কার্ড গ্রহণ করেছেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য মৃণাল কান্তি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন,বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।
Read More News
আগামী ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৪নং হলে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। রাজনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন।