রাজধানীর মৌচাক মার্কেটের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত একই সঙ্গে মৌচাক মার্কেটের ভবন সংস্কারের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোকান খালি করতে কেন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারি করেন।
Read More News
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহের হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।