আজ সোমবার দুপুরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে।
মীর কাসেম আলীম ফাঁসির আদেশ বহাল রেখে, আপিল বিভাগের রায়ে আজ স্বাক্ষর করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার বিচারপতি। এর পর আজ দুপুরে ২৪৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
Read More News
এখন নিয়ম অনুযায়ী মীর কাসেম আলীর এই রায় ট্রাইব্যুনাল হয়ে কারাগারে পাঠানো হবে। ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ আইন অনুযায়ী রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ঢাকার জেলা প্রশাসক, কেন্দ্রীয় কারাগার এবং মীর কাসেম আলীর কাছে পৌঁছে দেবে।
এই রায় পড়ার পর রিভিউ করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন কাসেম আলী। রিভিউ করার জন্ আজ থেকে ১৫ কর্মদিবস সময় পাবেন বলে জানান সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার।