আজ সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ স্বাস্থ্য ও সড়ক পরিবহন সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবাকেন্দ্রে গুরুতর আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবার বিষয়ে আদালতের আদেশ না মানায় স্বাস্থ্য ও সড়ক পরিবহন সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী শারমিন আক্তার ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
Read More News
আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।