ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন সম্পন্ন করেছেন।
Read More News
তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজের নামে কোনো সিম নিবন্ধিত করেননি।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম নিয়ে রোববার (০৫ জুন) সচিবালয়ে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, তিন বাহিনীর প্রধান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা (সজীব ওয়াজেদ জয়), সচিবগন, সেনাবাহিনীর সদস্যরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেছেন।
গত ৪ জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ১১ কোটি ৬০ লাখ সিম পুনঃনিবন্ধিত হয়েছে।