আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করবেন চিত্রনায়ক রিয়াজ ও মডেল-অভিনেত্রী মৌ। আজ শনিবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে মৌ ও রিয়াজ নাটকের শুটিংয়ে অংশ নেন। নাটকের নাম ‘মন খারাপের দৃশ্যাবলি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।
Read More News
‘মন খারাপের দৃশ্যাবলি’ নাটকের গল্পে দেখা যাবে, রিয়াজের স্ত্রী নিসা উচ্চতর পড়াশোনা করার জন্য দেশের বাইরে যান। এর মধ্যে রিয়াজের সঙ্গে মৌয়ের পরিচয় হয়। রিয়াজ ধীরে ধীরে মৌয়ের প্রেমে পড়েন। কিন্তু মৌ বুঝতে পারেন রিয়াজ ঠিক রাস্তায় হাঁটছেন না। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।