ঢালিউডের জনপ্রিয় নায়িকা চম্পা আবারও ক্যামেরার সামনে আসছেন। এবার তিনি অভিনয় করবেন রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ ছবিতে। চম্পার বিপরীতে অভিনয় করবেন মিশা সওদাগর।
Read More News
গত ২০ এপ্রিল সাভারে শুরু হয়েছে রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ ছবির শুটিং। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়ক শিপন ও নিঝুম রুবিনা। ছবির প্রথম অংশের কাজ শেষ হয়েছে, মিশা সওদাগর দেশের বাইরে থাকায় আপাতত বন্ধ আছে ছবির শুটিং। আগামী ঈদের পর আবারও ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।