ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পহেলা জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ১০ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। একই সঙ্গে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে বিশেষ প্রয়োজেন কিছু ট্রাক চলাচলের অনুমতি পাবে। নিত্য প্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, কাঁচা চামড়া ও জ্বালানি বহনকারী গাড়ি এর আওতামুক্ত থাকবে।
Read More News
বৃহস্পতিবার রাজধানীর রমনা রেঁস্তোরায় আন্তঃমন্ত্রণালয় সভার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের সব সিএনজি ফিলিং স্টেশন রাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মন্ত্রী বলেন, যাত্রাপথে যানজটের ভোগান্তি এড়াতে এবারও ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলবে না। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, কাঁচা চামড়া ও জ্বালানি বহনকারী গাড়ি এর আওতামুক্ত থাকবে।