আত্মহত্যা করলেন মডেল সাবিরা হোসাইন (২২)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রূপনগর এলাকায় একটি সাবলেট বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারী মডেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত্যুর আগে ফেসবুকে পোস্ট করা এক ভিডিওবার্তায় তিনি তার মৃত্যুর জন্য নির্ঝর সিনহা রওনক নামের এক যুবককে দায়ী করে লিখেছেন, আমার মৃত্যুর জন্য নির্ঝর দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তার। তিনি রিখেছেন, আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর এসব সহ্য করে যাব এটা তো কোনো কথা না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক। এটা আমি আর সহ্য করতে পারছি না। নির্ঝর নামে ওই যুবকের সঙ্গে প্রেমের জের ধরেই আত্মহননের পথ বেছে নেন সাবিরা।
Read More News
মিরপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত তরুণীর প্রেমিক নির্ঝর সিনহা রওনককে গ্রেপ্তার করেছে।