এ যেন বেড়াল বলে মাছ ছোঁব না, কাশী যাব। পর্দায় তাঁর সামান্য একটু শরীরী হিল্লোলে আসমুদ্র-হিমাচলের আপামর পুরুষ হৃদয়ে ঝড় ওঠে। সেই তাঁর মুখে এ কী কথা! অন স্ক্রিনে তিনি নাকি আর চুমুই খাবেন না! হাজার হাজার ফ্যানের মন ভেঙে এমনই সিদ্ধন্ত নিলেন সানি লিওন।
সানিকে শেষ বার পর্দায় কিস করতে দেখা গিয়েছে ‘রাগিনী এমএমএস ২’-তে। এরপর ‘এক পহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মস্তিজাদে’ বা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও পর্দায় লিপ-লক করতে দেখা যায়নি প্রাক্তন এই পর্ন স্টারকে। শুধু তাই নয়, এর পর থেকে আর কোনও ছবিতেই নায়ককে রোম্যান্টিক-হট ‘স্মুচ’ করবেন না সানি।
Read More News
সানির এই সিদ্ধান্তে হঠাৎই মাথায় হাত পরিচালকদের। কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়। আর নায়িকা না চাইলে কিছুই করার নেই। তাঁর ভক্তদের অপাতত সন্তুষ্ট থাকতে হবে অল্পতেই। তবে কি কারণে হঠাৎ এমন সিদ্ধন্ত নিলেন সানি তা জানা যায়নি।
Sildenafilgenerictab News Bangla News Paper