সড়ক দুর্ঘটনায় ঈগল পরিবহনের তিন জনের মৃত্যু

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মানড়া এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ঈগল পরিবহন বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৬ জন।
এ দুর্ঘটনায় আহত ২৬ যাত্রীর মধ্যে ২২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে ঈগল পরিবহনের বাসটি বরিশাল রওনা হয়। রাত ২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে জেলা মৎস্য ভবনের সামনের সড়কে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় বাসটি। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে বাসের অন্তত ২৯ জন আহত হন। তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *