রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে ভালুকা থানার ৫টি ইউনিয়নের মনোনয়নকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের ভেতরে-বাইরে উত্তাপ ছড়িয়ে পড়ে। প্রায় ১ঘন্টা এ অবস্থা চলে।
অভিযোগ রয়েছে, মনোনয়নকে কেন্দ্র করে ১টার দিকে ভালুকা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজুর ওপর হামলা চালায় একই উপজেলার সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ তার সমর্থকরা। মজু আসা মাত্রই বাচ্চুসহ তার সমর্থকরা উপর্যুপরি কিল ঘুষি দিতে থাকে বাচ্চুসহ তার সমর্থকরা। পরে মজুকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলার কথা অস্বীকার করেছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।
Read More News