আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
রবিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিএনপির নেতা আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে আবুল খায়ের ছাড়াও আরও ছিলেন- বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
Read More News
আসাদুল করিম শাহীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এ শুভেচ্ছা বার্তা ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।