শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুতের প্রেগন্যান্সি নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। এ বার সেই গসিপেই সিলমোহর দিল বলিউডের একটি সূত্র। জানা গিয়েছে, মীরা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
Read More News
ল্যাকমে ফ্যাশন উইকে কয়েক দিন আগেই মীরা বান্ধবী মাসাবা গুপ্তা-র শো দেখতে গিয়েছিলেন। সেলফি তুলে দু’জনের ছবি পোস্ট করেছিলেন মাসাবা। তখন থেকেই এই জল্পনার শুরু। অনেকে ভেবেছিলেন মাসাবা মা হতে চলেছেন, আবার অনেকের ভেবেছিলেন মীরার কথা। অবশেষে মীরার মা হওয়ার খবর যে সত্যি তা কনফার্ম করল মুম্বইয়ের একটি ওয়েব পোর্টাল।