লম্বা বিরতি শেষে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পূর্ণিমা। তার পরিচয় চিত্রনায়িকা হলেও এবার ফেরা হচ্ছে নাটকে অভিনয় দিয়ে। সম্প্রতি মাসুদ সেজানের পরিচালনায় লাভ অ্যান্ড কোং নাটকে অভিনয় করেছেন তিনি।
মাস দুই আগে রেদুয়ান রনির নতুন ধারাবাহিক ক্যান্ডি ক্র্যাশ নাটক দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল তার। কিন্ত শারীরিক অসুস্থতার কারণে সেটা হয়নি।
Read More News
গত বৃহস্পতিবার মৌলভীবাজার থেকে শুরু হওয়া এ নাটকের শুটিং চলে টানা তিন দিন।
লম্বা বিরতি শেষে ক্যামেরার সামনে আসা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘পারিবারিক ব্যস্ততার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়মিত অভিনয় করার সুযোগ হয় না। বিশেষ করে লম্বা শিডিউল দিতে হবে বলে চলচ্চিত্রে একদমই কাজ করা হয় না এখন। কিন্তু দর্শকদের সাথে যোগাযোগ রাখার ইচ্ছে সব সময়ই মনের মধ্যে তাড়া দেয়। সে জন্যই মাসুদ সেজানের নাটকে অভিনয় করেছি।’
তিনি বলেন, ‘এর মাধ্যমে দীর্ঘ দিন দর্শকদের সামনে না থাকার দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।’
নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাহফুজ ভাই গম্ভীর টাইপের মানুষ হলেও কাজের জায়গায় খুবই চঞ্চল প্রকৃতির। শুটিং স্পটে যতক্ষণ ছিলাম অনেক মজা করেছি। দর্শক নাটকটি বেশ আনন্দ নিয়ে উপভোগ করবেন।’ ঈদ উপলক্ষে নাটকটি এনটিভিতে প্রচার হবে। এতে আরো অভিনয় করেছেন- মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয়, শামিমা নাজনীন প্রমুখ।
এ দিকে তাহসান ও পূর্ণিমা অভিনীত টু বি কন্টিনিউড ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। এ ছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছায়া-ছবি ছবিটিও মুক্তি পায়নি। পূর্ণিমা বলেন, ‘শুটিং সম্পন্ন করার পর যদি ছবি আটকে থাকে, সেটা ভাবতেই অনেক খারাপ লাগে। কারণ একটা চলচ্চিত্রে অনেক শ্রম দিতে হয়।’
চলচ্চিত্রে নতুন করে অভিনয় শুরু করবেন কি না জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘শিগগিরই এমন সম্ভাবনা নেই। কারণ, আমার সন্তানকে নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। তার পরও চলচ্চিত্রের প্রতি আমার যে ভালোবাসা সুপ্ত, তার তাড়নায় যেকোনো সময় অভিনয় শুরু করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।