প্রকৃত উন্নয়নের জন্য কেবল অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয় মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যথাযথ উন্নয়ন চাইলে সাহিত্য-সংস্কৃতিসহ সব দিক দিয়ে উন্নয়ন করতে হবে।
Read More News
তিনি বলেন, আমি উন্নয়নের মানুষ। উন্নয়নটা আমার কাছে উপভোগ্য। উন্নয়নের মুখ্য বিষয় যেমন মানুষ তেমনি বিভিন্ন মাত্রার উন্নয়ন হওয়া উচিত।
আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে চন্দ্রাবতী একাডেমির উদ্যোগে শিশুদের আনন্দবার্ষিকী প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চিত্রশিল্পী হাশেম খান, রফিকুন নবী, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল প্রমূখ আলোচনায় অংশ নেন।