ভারতের বিহারে মদ নিষিদ্ধ করার পর তুলকালাম শুরু হয়েছে। হঠাৎ উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করে দেয়ায় মদে অভ্যস্ত দলে দলে লোক অসুস্থ হয়ে পড়ছেন সেখানে।
ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, মদের নেশার কারণে যে পরিমাণ পারিবারিক ঝামেলা হচ্ছিল এখন নিষিদ্ধ করে হচ্ছে তার চেয়েও বেশি। মদ খাওয়া যাদের কয়েক যুগের অভ্যাস এমন লোকজন এখন তাদের পরিবারের লোকদেরও চিনতে পারছেনা বলে জানা যাচ্ছে। এমনকি মদের বিকল্প খুঁজতে গিয়ে কেউ কেউ সাবান কিংবা কাগজ পর্যন্ত খেয়ে দেখছেন সেখানে।
মদের কারণেই যে রাজ্যটি এতদিন সুপরিচিত ছিল সেখানেই গত মঙ্গলবার থেকে বিহারের সর্বত্র মদ বানানো, বিক্রি ও মদ্যপান পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।
Read More News
মদ না পেয়ে গত ২৪ ঘণ্টায় অসুস্থ হয়ে পড়া প্রায় সাড়ে সাতশো মানুষকে ভর্তি করানো হয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলিতে।