ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে জারি করা রুলটি আগামী ৩১ মের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের জারি করা রুল স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চে এ রুলের নিষ্পত্তি করতেও বলেছেন আপিল বিভাগ। আজ রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুর রহমান এবং রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে পুলিশ আইন, ২০০৬-এর ৪ বিধিমালা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
Read More News
গত ২২ মার্চ এ বিষয়ে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এস এম এনামুল হক ও অমিত দাসগুপ্ত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা, ২০০৬-এর ৪-এর খ ধারায় বলা হয়েছে, মহানগরীর কোনো এলাকায় কোনো অপরাধ ঘটলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারে। এই বিধান বলে বাড়ির মালিকের মাধ্যমে ভাড়াটিয়ার ব্যক্তিগত যাবতীয় তথ্য চেয়ে ফরম বিলি করছে। কিন্তু এই বিধানের ক্ষমতাবলে একজন ব্যক্তির সব ব্যক্তিগত তথ্য পুলিশ চাইতে পারে না। কারণ ওই ধারায় বলা হয়েছে কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারবে।
এর আগে গত ৩ মার্চ মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে একটি রিট দায়ের করেন। গত ১৩ মার্চ এ রিট খারিজ করে দেন হাইকোর্ট।
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীতে বসবাসরত সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াকে নির্দিষ্ট ফরম পূরণ করে বিস্তারিত তথ্য দেওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।