ব্যক্তিগত জীবনে সময়টা একদম ভাল যাচ্ছে না হৃতিক রোশনের। কঙ্গনার সঙ্গে পুরনো সম্পর্কের সমস্যা নিয়ে আদালতেও জেরবার হচ্ছেন তিনি। এ বার তারই জেরে শুটিং স্পটেও এক ক্যামেরাম্যানের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললেন নায়ক। ‘মহেঞ্জোদাড়ো’র শুটিংয়ে এক ক্যামেরাম্যানের হাত থেকে ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তাঁর বডিগার্ডের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, গোটা ঘটনায় হৃতিক তাঁর বডিগার্ডকেই সাপোর্ট করেছেন।
ঘটনাটি ঠিক কী?
Read More News
জানা গিয়েছে, ‘মহেঞ্জোদাড়ো’-র শুটিং চলাকালীন দূর থেকে হৃতিকের ছবি তুলছিলেন মুম্বইয়ের এক সাংবাদিক। সে সময়ে হৃতিকের বডিগার্ড তাঁকে দেখতে পান। তিনি ওই সাংবাদিককে ছবি তুলতে বারণও করেন। অভিযোগ, এ নিয়ে তর্কাতর্কি হলে তিনি ক্যামেরাটি কেড়ে নিয়ে হৃতিককে দিয়ে দেন। শুরু হয় বচসা। পরে নায়ক ক্যামেরাটি ফেরত দিতে অস্বীকার করেন। কিন্তু ওই সংবাদমাধ্যম ঠাণে থানায় যোগাযোগ করলে শেষ পর্যন্ত ক্যামেরা ফেরত দিতে বাধ্য হন হৃতিক।