রাজধানী কারওয়ান বাজারের সবজির আড়তে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
Read More News
এ সময় আড়ত মালিক ও শ্রমিকরা উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেন। এ ছাড়া কারওয়ান বাজারের সড়কে রাখা বেশ কিছু গাড়িতে ভাংচুর চালান শ্রমিকরা। পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দিলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষোভ অব্যাহত রাখেন শ্রমিকরা।আড়ত মালিকরা জানান আগে কোনো নোটিশ না দিয়েই অবৈধভাবে এই অভিযান চালিয়েছে রাজউক। আড়তগুলো সরিয়ে নিতে ছয় মাস সময় চেয়েছেন তাঁরা। তবে উচ্ছেদকারী কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।