১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। আর তা মিটমাট করতে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলো। কী সেই প্রস্তাব? নিগৃহীতার পরিবারকে দেওয়া হবে ৩০ মণ গম! সালিশি সভায় গ্রামের বয়স্করা এভাবেই বিষয়টি মিটমাট করে নেওয়ার নিদান দিয়েছে। আর মিটমাটে রাজি না হলে, গোটা পরিবারকে করা হবে এলাকাছাড়া, দেওয়া হয়েছে সেই হুমকিও। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের উমেরকোট জেলায়।
সম্প্রতি নিগৃহীতার পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু, তারপরেই বসে সালিশি সভা। অভিযোগ, আর ওই সভায় বারবার চাপ সৃষ্টি করা হয় ধর্ষিতার পরিবারের ওপর। হুমকি দিয়ে বলা হয় বিষয়টি মিটমাট না করে নিলে পরিবারের সবাইকে এলাকা ছাড়া করা হবে। এমনকী স্থানীয় সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে ফের হুমকি দেওয়া হয়। এবার বলা হয়, এ বিষয়ে মুখ খোলা যাবে না একেবারেই। আর পুলিশে দায়ের করা অভিযোগও তুলে নিতে হবে।
পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনাটি শোনার পর ওই পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মূল অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
Read More News
বহু জায়গাতেই পুলিশকে এড়িয়ে সালিশি সভার মাধ্যমে এধরনের ঘটনা নিষ্পত্তি করার কথা শোনা যায়। পাকিস্তানে এধরনের সভাকে বলা হয়ে থাকে “জিরগা”। বহু পুরনো এই প্রথা ইতিমধ্যেই নিষিদ্ধ বলে ঘোষণা করেছে পাকিস্তানের হাইকোর্ট। কিন্তু, দেশের কোনও কোনও প্রত্যন্ত এলাকায় এখনও তা চলে আসছে। যদিও উমেরকোট এলাকার পুলিশের দাবি, এখনও জিরগা প্রথা চালু রয়েছে বলে তাঁদের জানা নেই।