বগুড়ায় নিহত একজনের পরিচয় মিলেছে, আটক ৬

বগুড়ার শেরপুর উপজেলায় বোমা বানাতে গিয়ে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ উপজেলার শিয়ালকোলা ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মণ্ডল জানান, দুপুরে সিরাজগঞ্জ উপজেলার শিয়ালকোলা ইউনিয়নের জামুয়া গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির বাবাসহ ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের তরিকুলের বাবা আবু বক্কার সিদ্দিক, ভাই ইসলামী ব্যাংক উল্লাপাড়া শাখার সিনিয়র অফিসার সানাউল্লাহ, স্থানীয় জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী, বরকত উল্লাহ, বোন শাকেরা খাতুন ও ভাই আহসান হাবিবের স্ত্রী মাহবুবা খাতুন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *