অভিনেতা ইমরান হাশমীর ছয় বছরের ছেলে আয়ানকে নিয়ে লেখা বইয়ের প্রচারে নেমেছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। চার বছর বয়স থেকে ক্যান্সারে আক্রান্ত আয়ানের জীবনযুদ্ধ নিয়েই ‘কিস অব লাইফ’ শিরোনামের বইটি লিখেছেন ইমরান।
সম্প্রতি শাহরুখ ও ইমরান একসঙ্গে বইটির কপি হাতে নিয়ে ছবি তোলেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
Read More News
শাহরুখ তার টুইটার পোস্টে আয়ানের প্রতি দোয়া রাখেন। তিনি লেখেন, ‘আল্লাহ তোমাকে আর তোমার পরিবারকে সুস্থ ও সুখী রাখুন। ইমরানের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আয়ানকে অনেক ভালোবাসা আর আদর।