সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । প্রবীণ এ আইনজীবীর দুই ছেলে আসিফ ইসলাম ও আরিফ ইসলাম কানাডায় থাকেন। ছেলেরা দেশে ফেরার পর সুপ্রিম কোর্টে জানাজা শেষে মাহমুদুল ইসলামকে দাফন করা হবে বলে জানা যায়।
Read More News
মাহমুদুল ইসলাম ১৯৩৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর আইনে ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
পরে তিনি রংপুর জেলা বারে আইন পেশা শুরু করার পর হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাহমুদুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।