জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের উদ্যেগে ‘বঙ্গবন্ধু ও উত্তাল মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মওলানা ভাসানী হলের কমণ রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান আলোচক তথ্য কমিশনার ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশীদা বেগম বলেন, বঙ্গবন্ধু সোনার মানুষ ও সোনার দেশ গড়তে চেয়েছিলেন। তিনি স্বাধীনতা এনে দিয়েছেন। এবার নতুন প্রজন্মের কাজ হবে সে স্বাধীনতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী দেশ গড়ার কাজ করা।
Read More News
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি, কথা সাহিত্যিক আকতার হোসেন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল প্রমুখ।