ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ৪৭টি জেলার ৬৩৯টি ইউপিতে ভোট গ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এসব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে।
প্রথম ধাপের নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটে। শুধুমাত্র নির্বাচনের দিনই সহিংসতায় সারাদেশে ১১জন নিহত হয়।
দ্বিতীয় ধাপের নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী দুই হাজার ৬৬২জন। সদস্য পদে ২১ হাজার ২৫৯জন এবং নারীদের জন্য সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ৪৯৮জন প্রার্থী হয়েছেন।
Read More News
তবে ৩১টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়ের পথে রয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের এরপর আরো চারটি ধাপের ভোট বাকি রয়েছে।