অপরাজিত থেকে শেষ চারের লড়াইয়ে আসায় অনেকেই হয়তো ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে রেখেছিলেন কিউইদের। কিন্তু ২০০৭ সালের মতো আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো নিউজিল্যান্ডকে।২০১২ সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে গেল ইংল্যান্ড। জ্যাসন রয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে ৭ উইকেটে।
শেষপর্যায়ে দারুণ বোলিং করে নিউজিল্যান্ডকে ১৫৩ রানেই আটকে রেখেছিলেন ইংল্যান্ডের বোলাররা। ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ইংল্যান্ড। জয় তুলে নিয়েছে ১৭ বল হাতে রেখেই।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জয়ী দল ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।