দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলো স্কুল শিক্ষক

হোম ওয়ার্ক না করে স্কুলে আসায় ছয় বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে তাঁর শিক্ষক সত্য নারায়ণ ভার্মার (২৩) কাছে। জানা গেছে, হোম ওয়ার্ক না করার শিক্ষক প্রথমে ওই ছাত্রীকে শাস্তি দেয়, এরপর তাকে ধর্ষণ করে।
শনিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশে সিনগ্রাউলি জেলার কুরসা গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ঐ শিশুটি হাসপাতালে ভর্তি ছিল।
Read More News

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ মার্চ প্রতিদিনের মতো দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীটি স্কুলে যায়। কিন্তু হোম ওয়ার্ক না করায় অভিযুক্ত শিক্ষক সত্য নারায়ণ ভার্মা (২৩) তাকে শাস্তি দেয়। ছাত্রীকে স্কুলের পিছনে গিয়ে হাঁটু গেড়ে বসতে বলে। পরে ওই শিক্ষককে তার পিছন পিছন গিয়ে তাকে ধর্ষণ করে। এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দেয়।
ওই দিন সন্ধ্যায় ছাত্রীটি বাসায় ফিরে আসে। সেসময় বাসায় তার বাবা-মা না থাকায় রুমে গিয়ে শুয়ে পড়ে। পরে তার মা এসে রক্ত দেখতে পেলে ছাত্রীটি তার মাকে বিষয়টি জানায়। পরে তার বাবা-মা গ্রামের মানুষকে সাথে কথা বলে ২৪ মার্চ থানায় অভিযোগ করে।
সিনগ্রাউলির পুলিশ সুপারিনটেন্ডন্ট রউডোলফ অ্যালভারস বলেছেন, অভিযুক্ত সত্য নারায়ণ ভার্মা (২৩) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *