এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চুপচাপ তিনি। তবে এ বার সরাসরি ‘লভ লাইফ’ নিয়েই মুখ খুললেন সোনম কপূর।
জানেন সেই পুরুষ কে? যাঁর সঙ্গে প্রেম করছেন নায়িকা?
শোনা যাচ্ছে, সাহির বেরি নামে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনিল-কন্যা। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে গসিপ চলছে বি-টাউনে। সম্প্রতি এক সাক্ষাত্কারে সোনমকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। না! এ নিয়ে সোনম মুখ খোলেননি ঠিকই, কিন্তু এই সম্পর্কের কথা অস্বীকারও করেননি। তাই ইন্ডাস্ট্রিতে এই সম্পর্ক নিয়ে চলছে নয়া জল্পনা। একটা বড় অংশ মনে করছেন, সত্যিই যদি কোনও সম্পর্ক না থাকত, তা হলে প্রকাশ্যে তা অস্বীকার করতেন সোনম।
Read More News